এমপি শাওনের দায়িত্ব নেয়া-তজুমদ্দিনের করোনা কিশোরী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে

প্রথম পাতা » ভোলা » এমপি শাওনের দায়িত্ব নেয়া-তজুমদ্দিনের করোনা কিশোরী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে
বুধবার ● ১০ জুন ২০২০


তজুমদ্দিনের করোনা কিশোরী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে

তজুমদ্দিন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

ভোলার তজুমদ্দিনে স্বজনদের ফেলে যাওয়া মাতৃহীন সেই করোনা ভাইরাস আক্রান্ত কিশোরী সুস্থ হয়ে বাড়ীতে ফিরে গেছে। ওই কিশোরীর করোনা শনাক্ত হওয়ার পর বাবাসহ স্বজনরা তার পাশে থাকতে অস্বীকৃতি জানালে এমপি  নুরুন্নবী চৌধুরী শাওন এ্যাম্বুলেন্স ভাড়া করে চিকিৎসার যাবতীয় খরচের দায়িত্বভার গ্রহন করেন। দীর্ঘ দশ দিন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের করোনা ইউনিটে চিকিসা নেয়ার পর সুস্থ হয়ে মঙ্গলবার বাড়ী ফিরে আসেন ওই করোনা কিশোরী।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার মোঃ কবির সোহেল জানান, চাঁদপুর ইউনিয়নের কাজিকান্দি গ্রামের মোস্তাফিজুর রহমানের মেয়ে শিরিনা আক্তার (১৯) করোনা পজিটিভ ধরা পড়লে পিতা-ভাইসহ স্বজনরা তাকে গ্রহন করতে অস্বীকৃতি জানায়। খবর পেয়ে ভোলা-৩ তজুমদ্দিন-লালমোহন আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন ব্যক্তিগত ভাবে ওই কিশোরীর সকল ব্যয়ভার গ্রহন করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন। স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের করোনা ইউনিটে ৩১ মে থেকে ৯ জুন পর্যন্ত চিকিসা নেয়ার পর সুস্থ্য হয়ে ফিরে আসলে তার পিতা ও ভাইদের কাছে মঙ্গলবার বাড়ী পৌছে দেয়া হয়। পিতা মোস্তাফিজুর রহমান বলেন, আমরা করোনার ভয় ও আতংকে মেয়ের পাশে থাকতে পারিনি। এমপি নুরুন্নবী চৌধুরী শাওন আমার মেয়েকে ব্যক্তিগত ভাবে চিকিৎসার ব্যবস্থা করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

আরএস/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩২:২৪ ● ৪৭৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ