আমতলীতে অবৈধ দখল উচ্ছেদ

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে অবৈধ দখল উচ্ছেদ
রবিবার ● ২২ মার্চ ২০২০


আমতলীতে অবৈধ দখল উচ্ছেদ

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার আমতলী উপজেলার গাজীপুর বন্দরের চরপাড়া এলাকার অবৈধ ঘর ভেঙ্গে সরকারী খাস জমি উদ্ধার করলেন ইউএনও মনিরা পারভীন। রবিবার বিকেলে ইউএনও’র নির্দেশে ভুমি অফিসের লোকজন গিয়ে এ অবৈধ ঘর ভেঙ্গে দেয়। ঘর ভেঙ্গে সরকারী জমি উদ্ধারের ঘটনায় এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
জানাগেছে, উপজেলার গাজীপুর বন্দরের চরপাড়া এলাকায় মোশাররফ হাওলাদার ও কাইয়ূম মোল্লা শনিবার রাতে সরকারী খাস জমিতে অবৈধভাবে টিনসেডের ঘর তোলে জমি দখল করে। খবর পেয়ে সরকারী জমি উদ্ধারের জন্য আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন রবিবার বিকেলে ভুমি অফিসের তহসিলদার মোঃ আবু জাফরসহ ৮ জন লোক পাঠিয়ে দেয়। পরে ভুমি অফিসের লোকজন ওই  অবৈধ ঘর ভেঙ্গে দিয়ে সরকারী জমি উদ্ধার করে। ঘর ভেঙ্গে সরকারী জমি উদ্ধার করায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, গাজীপুর বন্দরের একটি প্রভাবশালী চক্র বাজারের বিভিন্ন এলাকায় রাতের আধারে ঘর তুলে সরকারী জমি দখল করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল। ওই প্রভাবশালীদের কেউ দমন করতে পারছিল না। ইউএনও ঘর ভেঙ্গে দেয়ার ওই চক্রটির দৌরাত্ব কিছুটা কমবে।
জমি দখলবাজ মোশাররফ হাওলাদার অবৈধভাবে সরকারী জমিতে ঘর তোলার কথা স্বীকার করে বলেন, ইউএনও স্যারের নির্দেশে ভুমি অফিসের লোকজন এসে ঘর ভেঙ্গে দিয়েছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, সরকারী খাস জমি উদ্ধারের জন্য অবৈধ ঘর ভেঙ্গে দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে দখলবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৫২:১২ ● ৩৪২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ