টুঙ্গিপাড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ মামলা

প্রথম পাতা » ঢাকা » টুঙ্গিপাড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ মামলা
বৃহস্পতিবার ● ৭ নভেম্বর ২০১৯


টুঙ্গিপাড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ মামলা

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডুমুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুখময় বাইন ওরফে চইন্ঠা বাইনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার এক মহিলা টুঙ্গিপাড়া থানায়  বৃহস্পিবার সকাল সাড়ে ১০টায় নারী ও শিশু নির্যাতণ দমন আইনে সুখময় বাইন সহ চার জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন (মামলা নং ৩৫৪/৩২৩)
মামলা সুত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কের সুবাদে বুধবার রাতে মোবাইল ফোনে সুখময় বাইন নিজবাড়িতে ডেকে নেন ওই মহিলাকে। কিছুসময় পর তাকে কু-প্রস্তাব দিলে সে রাজি না হলে তাকে মুখ বেঁধে সুখময় ধর্ষণ করে। পরে তার চিৎকার শুনে প্রতিবেশী বিধান বাইন (৩০), বিকাশ বাইন (৩২) ও বিবেক বাইন (৫০) এসে ওই মহিলাকেই মারধর করে এবং সুখময় বাইনকে পালাতে সাহায্য করে।
তবে এলাকাবাসী সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই মহিলার সঙ্গে সুখময় বাইনের প্রেমের সম্পর্ক চলছিল। কিন্তু মহিলার পরিবার তাকে বিয়ে দেয় অন্যত্র। সুখময় বাইন তাকে পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামীর কাছ থেকে বিয়ে-বিচ্ছেদ করিয়ে দেন।  এরপর থেকে সুখময় মাঝেমধ্যেই ওই মহিলার বাড়িতে বা নিজবাড়িতে রাত্রিযাপন করত।
স্থানীয় একটি বিশস্ত সুত্র জানিয়েছে, বুধবার রাতে সুখময়ের নিজ বাড়িতে উভয়েই শারিরীক সম্পর্কে লিপ্ত হন। একপর্যায়ে মহিলাটি বিয়ে করতে বললে সুখময় রাজি না হয়ে ঘর থেকে বেরিয়ে যান। কিন্তু মহিলাটি ওই ঘরেই অবস্থান নেন। পরে সকালে বিষয়টি জানাজানি হলে সুখময় বাইনের তিন ভাইয়ের স্ত্রী ও দু’ ভাইপোর স্ত্রীরা মহিলাটিকে বেদম মারপিট করে।
এব্যাপারে টুঙ্গিপাড়া থানার ওসি কে এম এনামুল কবির মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২২:৪৭:০৫ ● ৩২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ