
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাসন (ভোলা)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট উপলক্ষে ভোলার চরফ্যাসন উপজেলার ওমরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বিএনপির মনোনীত প্রার্থী ও ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে ওমরপুর মাঝিবাড়ির উঠানে আয়োজিত এ বৈঠকে প্রায় তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
ওমরপুর ইউনিয়ন বিএনপির নেতা লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ওমরপুর ইউনিয়নের নির্বাচনী প্রধান কো-অর্ডিনেটর সিকদার হুমায়ুন কবির। নির্বাচনী দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিএনপির নির্বাচনী সহকারী কো-অর্ডিনেটর ও উপজেলা যুবদলের সাবেক সেক্রেটারি শহিদুল ইসলাম দুলাল, সায়েদ হোসেন লিটন ও কলেজ ছাত্রনেতা হাবিবসহ অন্যান্যরা।
বক্তব্যে সিকদার হুমায়ুন কবির বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারেনি; জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। এখন স্বাধীন মত প্রকাশের সময় এসেছে। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ‘নির্বাচনের সারাদিন ধানের শীষে ভোট দিন।’ পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নয়নের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। বিএনপি ক্ষমতায় এলে এলাকার নারী ও দরিদ্র পরিবারগুলোর জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে এবং নারী শিক্ষা ও নারী ক্ষমতায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও তিনি জানান।
উঠান বৈঠকে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ ওমরপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।