আগৈলঝাড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
শনিবার ● ১৭ জানুয়ারী ২০২৬


 

আগৈলঝাড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

অপারেশন ডেভিল হান্টের অভিযানে বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ এর অভিযানে উপজেলার বাকাল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. বাবুল খান (৬৮) কে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন আগৈলঝাড়া থানার এসআই আব্দুল্লাহ আল মামুন।

গ্রেপ্তারকৃত মো. বাবুল খান বাকাল ইউনিয়নের বাকাল গ্রামের মৃত লাল মোহাম্মাদ খানের ছেলে।

পুলিশ জানায়, তাকে উপজেলা কৃষকদলের সদস্য সিকদার আশরাফুল ইসলামের দায়ের করা চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আজ শনিবার বিকেলে তাকে বরিশাল আদালতে প্রেরণ করা হয় বলেও জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫:১৭:০৫ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ