গৌরনদীতে ঢাকা-বরিশাল রুটের আসিফ পরিবহনের বাস খাদে

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে ঢাকা-বরিশাল রুটের আসিফ পরিবহনের বাস খাদে
শনিবার ● ১৭ জানুয়ারী ২০২৬


 

গৌরনদীতে আসিফ পরিবহনের বাস খাদে

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে আসিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেছে। শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) সকাল ছয়টার দিকে উপজেলার মাহিলারা বাজার সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া এ দুর্ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য আহত হলেও কোনো প্রাণহানি হয়নি। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়; কুয়াশা ও অতিরিক্ত গতিকে সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করে গৌরনদী হাইওয়ে পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে বলে গৌরনদী হাইওয়ে থানা সূত্রে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৩৩:০৫ ● ৪৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ