
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী উপজেলায় ভাড়াটিয়া বাসা থেকে ফাইজা মারজুকাহ সুবাহ্ (২৩) নামে এক টেক্সটাইল কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁদশী ইউনিয়নের নাঠৈ গ্রামের কাজী সাইদুর রহমানের ভাড়াটিয়া বাড়ির নিচতলার একটি কক্ষের মেঝে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফাইজা পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ফুলঝুড়ি গ্রামের মৃত মশিউর রহমানের মেয়ে এবং মাল্টা প্রবাসী তরিকুল ইসলাম মিল্টনের স্ত্রী। তিনি বরিশাল টেক্সটাইল ইনস্টিটিউটের ষষ্ঠ সেমিস্টারের ছাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পড়াশোনার সুবাদে ফাইজা গত চার মাস ধরে ওই ভাড়াটিয়া কক্ষে একাই বসবাস করছিলেন। তার পাশের কক্ষে একই কলেজের আরেক ছাত্রী তায়েবা আক্তার (২১) থাকতেন। শুক্রবার সকালে তায়েবা বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের জানান। পরে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে গৌরনদী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে। গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুবুর রহমান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে- দাম্পত্য কলহের জেরে বৃহস্পতিবার রাতে প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা কাটাকাটির পর ফাইজা কীটনাশক পান করেন এবং ওড়না দিয়ে গলায় ফাঁস দেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য শুক্রবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত ফাইজার মা রোমানা আক্তার বাদী হয়ে গৌরনদী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।