মানবতার সেবায় কুয়াকাটায় ‘মানবিক বক্স’ উদ্বোধন

হোম পেজ » কুয়াকাটা » মানবতার সেবায় কুয়াকাটায় ‘মানবিক বক্স’ উদ্বোধন
বৃহস্পতিবার ● ১৫ জানুয়ারী ২০২৬


 

মানবতার সেবায় কুয়াকাটায় ‘মানবিক বক্স’ উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী) 

পর্যটন নগরী কুয়াকাটায় মানবতার সেবায় ‘মানবিক বক্স’ উদ্বোধন করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন বাতিঘর-এর উদ্যোগে ও কুয়াকাটা প্রেসক্লাবের সহযোগিতায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আছরের নামাজ শেষে এই মানবিক বক্সের উদ্বোধন করা হয়।

 

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুয়াকাটা পৌর শাখার আমির ও বাইতুল আরোজ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাঈনুল ইসলাম মান্নান, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাতিঘরের সহ-সভাপতি আনোয়ার হোসেন আনু, বাতিঘরের সভাপতি ইলিয়াস রেজা, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ প্রিন্স, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি হানিফ সরদার, সাংবাদিক আল আমিন অনিক, কুয়াকাটা শিল্পী গোষ্ঠীর সভাপতি জনি আলমগীর এবং বাতিঘরের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ সরকারসহ অনেকে।

 

বাতিঘরের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ প্রিন্স বলেন, শীত মৌসুমে অনেক গরিব ও দুস্থ মানুষ শীতবস্ত্র কিনতে পারেন না। তাদের সহায়তার জন্য এই মানবিক বক্স স্থাপন করা হয়েছে। এখান থেকে প্রয়োজন অনুযায়ী শীতবস্ত্র নেওয়া যাবে এবং যাদের প্রয়োজন নেই, তারা তাদের অপ্রয়োজনীয় শীতবস্ত্র এখানে রেখে যেতে পারবেন।

 

বাতিঘরের সভাপতি ইলিয়াস রেজা বলেন, বাতিঘর মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এর আগে বৃক্ষরোপণ কর্মসূচি ও শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। মানবিক বক্স স্থাপনও সেই ধারাবাহিকতার অংশ, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

অনুষ্ঠানে জামায়াতে ইসলামী বাংলাদেশ কুয়াকাটা পৌর শাখার আমির ও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাঈনুল ইসলাম মান্নান বলেন, বাতিঘরের এই উদ্যোগ প্রশংসনীয়। মানবতার সেবায় সবাইকে এগিয়ে আসা উচিত। তিনি নিজেও শিশু, নারী ও পুরুষদের জন্য অপ্রয়োজনীয় পোশাক মানবিক বক্সে দান করেছেন এবং অন্যদেরও এতে অংশগ্রহণের আহ্বান জানান।

 

কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, মানবিক বক্স স্থাপনের মাধ্যমে বাতিঘরের সদস্যরা একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই বক্সে শুধু শীতবস্ত্র নয়, বিভিন্ন বয়সের মানুষের জন্য জুতাও রাখা হয়েছে, যা উদ্যোগটির মানবিক আবেদন আরও বাড়িয়ে দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:১২:১৬ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ