তারেক রহমানের নির্দেশে বরিশাল-৩ থেকে মনোনয়ন প্রত্যাহার করলেন সত্তার খান

হোম পেজ » বরিশাল » তারেক রহমানের নির্দেশে বরিশাল-৩ থেকে মনোনয়ন প্রত্যাহার করলেন সত্তার খান
বৃহস্পতিবার ● ১৫ জানুয়ারী ২০২৬


 

তারেক রহমানের নির্দেশে বরিশাল-৩ থেকে মনোনয়ন প্রত্যাহার করলেন সত্তার খান

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাখিল করা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বিএনপি নেতা আ. আব্দুল সত্তার খান। একই সঙ্গে নির্বাচন কমিশনে করা তাঁর আপিল আবেদনও প্রত্যাহার করেছেন বলে তিনি নিশ্চিত করেছেন।

 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে দেওয়া এক বিবৃতিতে আ. আব্দুল সত্তার খান জানান, দেশ ও মানুষের সেবার প্রত্যয় থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার প্রতি পূর্ণ আস্থা ও শ্রদ্ধা জানিয়ে তিনি নির্বাচন কমিশন থেকে তাঁর মনোনয়ন ও আপিল প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করেন।

 

বিবৃতিতে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত একজন নিবেদিত কর্মী হিসেবে দলের ঐক্য ও শৃঙ্খলা তাঁর কাছে সর্বাগ্রে গুরুত্বপূর্ণ। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ব্যক্তিস্বার্থের চেয়ে দলীয় সংহতিই অধিক গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

 

তিনি আরও বলেন, একজন সুশৃঙ্খল দলীয় কর্মী হিসেবে তিনি সবসময় তারুণ্যের অহংকার তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন। নিজের এ সিদ্ধান্তের পক্ষে এলাকাবাসী ও শুভানুধ্যায়ীদের সমর্থন ও ভালোবাসা কামনা করে আ. আব্দুল সত্তার খান বলেন, ইনশাআল্লাহ, আগামী দিনে সবাই মিলে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।

 

এর আগে বুধবার (১৪ জানুয়ারি) ঢাকার গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন আ. আব্দুল সত্তার খান। পরে নিজের ফেসবুক পেজে ওই সাক্ষাতের দুটি ছবি পোস্ট করেন, যেখানে তারেক রহমানের পাশে তাঁকে দাঁড়ানো ও বসা অবস্থায় দেখা যায়।

 

উল্লেখ্য, আ. আব্দুল সত্তার খান বরিশাল-৩ আসনের মুলাদী উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য। তিনি মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং পৌর মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। পরে তাঁর মনোনয়নপত্র জেলা রিটার্নিং অফিসার অবৈধ ঘোষণা করলে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন, যা শেষ পর্যন্ত প্রত্যাহার করে নেন।

বাংলাদেশ সময়: ১৮:৩৩:৫৮ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ