গৌরনদীতে গাউছিয়া আবেদীয়া সুন্নিয়া মাদ্রাসার ফল প্রকাশ

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে গাউছিয়া আবেদীয়া সুন্নিয়া মাদ্রাসার ফল প্রকাশ
বৃহস্পতিবার ● ২৫ ডিসেম্বর ২০২৫


 

গৌরনদীতে গাউছিয়া আবেদীয়া সুন্নিয়া মাদ্রাসার ফল প্রকাশ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী উপজেলার বেজগাতী এলাকার গাউছিয়া আবেদীয়া সুন্নিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব এস এম আব্দুর রব। সভাপতির বক্তব্যে তিনি বলেন, এ মাদ্রাসা ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও আদর্শ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার নবগঠিত সভাপতি কে এম শাহ আলম। তিনি বলেন, আধুনিক শিক্ষার সঙ্গে দ্বীনি শিক্ষার সমন্বয় একটি নৈতিক ও আদর্শ সমাজ গঠনে সহায়ক। মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গৌরনদী সাংবাদিক ফোরামের উপদেষ্টা সৈয়দ নকিবুল হক। তিনি বলেন, শিক্ষার মাধ্যমেই একটি জাতির ভিত গড়ে ওঠে। দ্বীনি শিক্ষার পাশাপাশি যুগোপযোগী জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। শেষে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৫২:৫২ ● ৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ