নেছারাবাদে হাদীর মাগফিরাতে জামায়াতের দোয়া মাহফিল

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে হাদীর মাগফিরাতে জামায়াতের দোয়া মাহফিল
শনিবার ● ২০ ডিসেম্বর ২০২৫


 

নেছারাবাদে হাদীর রুহের মাগফিরাত কামনায় জামায়াতের দোয়া মাহফিল

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জামায়াতের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে নেছারাবাদ উপজেলা জামায়াত কার্যালয়ে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন উপজেলা জামায়াতের বাইতুল মাল সেক্রেটারি মাওলানা মো. নিজাম উদ্দিন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মো. শরীফ ফরাজি, আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি মো. ইমরান হোসাইন, অ্যাডভোকেট হাফেজ মো. ইয়াকুব, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. সাইদুর রহমান, মিডিয়া বিভাগের সভাপতি মো. গোলাম আযম আছলাম, সহকারী সেক্রেটারি ও পৌর সভাপতি মাওলানা মো. জহিরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা মো. আব্দুর রশিদ এবং উপজেলা আমীর মো. আবুল কালাম আজাদ।

দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মো. মোশাররফ হোসেন। এ সময় বক্তারা প্রয়াত শরীফ ওসমান হাদীর ত্যাগ, অবদান ও সংগ্রামের কথা স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠান শেষে জামায়াতের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমাজে শান্তি ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

দোয়া মাহফিলে স্থানীয় গণমাধ্যমকর্মী, ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২২:৪২:০৫ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ