কুয়াকাটায় পৌর বিএনপির লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারণা
হোম পেজ »
কুয়াকাটা »
কুয়াকাটায় পৌর বিএনপির লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারণা
বৃহস্পতিবার ● ১১ ডিসেম্বর ২০২৫

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কুয়াকাটায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পৌর বিএনপি ব্যাপক লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেছে।
বৃহস্পতিবার সকালে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেলের নেতৃত্বে পৌর বাসস্ট্যান্ড, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও স্থানীয় বাসাবাড়িতে লিফলেট বিতরণ করা হয়। এ সময় ৩১ দফা বাস্তবায়নসহ আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলী হায়দার শেখ, সাধারণ সম্পাদক রেদোয়ান ইসলাম রাসেল, পৌর বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক এবং পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন অংশ নেন।
এদিকে পৌর কৃষক দলের সভাপতি আলী হোসেন খন্দকারের নেতৃত্বে পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডে লিফলেট বিতরণ ও বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালানো হয়। এ সময় ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রাম ডাক্তার জিএম গনি ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে পৌর বিএনপির সভাপতি আ. আজিজ মুসুল্লি, সাধারণ সম্পাদক মতিউর রহমান এবং সহসভাপতি জসিম উদ্দিন বাবুল ভূঁইয়ার নেতৃত্বে পৌর এলাকার প্রতিটি বাসাবাড়িতেও লিফলেট বিতরণ করা হয়।
বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল সাগরকন্যাকে বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পটুয়াখালী-৪ আসনের ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের নির্দেশে ৩১ দফা বাস্তবায়ন ও বিএনপিকে বিজয়ীর করতে আমরা মাঠে সক্রিয় রয়েছি।
এএইচআর/এমআর
বাংলাদেশ সময়: ১৮:১৯:৫৯ ●
১৬ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)