মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারযোগে বাড়ি ফিরলেন প্রবাসী ছেলে

হোম পেজ » পটুয়াখালী » মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারযোগে বাড়ি ফিরলেন প্রবাসী ছেলে
বুধবার ● ১০ ডিসেম্বর ২০২৫


মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারযোগে বাড়ি ফিরলেন প্রবাসী ছেলে

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী) 

মায়ের স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারযোগে বাড়িতে ফিরেছেন মালয়েশিয়া প্রবাসী মো. আউয়াল মৃধা। বুধবার বিকাল ৩টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পটুয়াখালীর দশমিনার বেতাগী সানকিপুর ইউনিয়নের রামবল্লভ গ্রামে পৌঁছান। হেলিকপ্টারটি গ্রামে অবতরণ করলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এলাকাবাসী ছুটে আসে ব্যতিক্রমী এ দৃশ্য দেখতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য অসীম মেলকারসহ গ্রামবাসী ফুল দিয়ে আউয়াল মৃধাকে বরণ করে নেন। তিনি ওই গ্রামের মৃত আব্দুল আজিজ মৃধার ছেলে। হেলিকপ্টার নামার খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ ভিড় করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানা পুলিশ, গ্রাম পুলিশ এবং গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
আউয়াল মৃধার বড় ভাই ওহাব মৃধা বলেন, তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এবং জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছাও নেই। তাদের বাবার ইচ্ছে ছিল এলাকার মানুষের কল্যাণে কাজ করা। সেই লক্ষ্যেই তারা বেশ কিছুদিন আগে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এবং সামনে আরও উন্নয়নমূলক কাজের পরিকল্পনাও রয়েছে।
অনুভূতি প্রকাশ করে প্রবাসী আউয়াল মৃধা জানান, তার মায়ের দীর্ঘদিনের স্বপ্ন ছিল তিনি বড় হয়ে কিছু করবেন। সেই স্বপ্ন ও শ্রদ্ধার জায়গা থেকেই তিনি হেলিকপ্টারযোগে বাড়িতে ফিরেছেন। তিনি বলেন, প্রায় ২২ বছর ধরে তিনি মালয়েশিয়ায় ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত। তিন ভাই-ই বর্তমানে প্রবাসে আছেন।
আগামী ১৫ ডিসেম্বর তাদের বাড়িতে মুফতি আমির হামজার ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে বলে তিনি জানান এবং সবাইকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।


এসবি/এমআর

বাংলাদেশ সময়: ২০:০২:১৩ ● ৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ