গলাচিপায় সাবেক এমপি শাহজাহান খানের স্মরণসভায় বেগম জিয়ার জন্য দোয়া

হোম পেজ » পটুয়াখালী » গলাচিপায় সাবেক এমপি শাহজাহান খানের স্মরণসভায় বেগম জিয়ার জন্য দোয়া
রবিবার ● ৩০ নভেম্বর ২০২৫


গলাচিপায় সাবেক এমপি শাহজাহান খানের স্মরণসভায় বেগম জিয়ার জন্য দোয়া

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শাহজাহান খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গলাচিপায় স্মরণসভার আয়োজন করা হয়। পরে সেখানে স্মরণসভাকে ছাপিয়ে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাতের এক বিশেষ আয়োজনে পরিণত হয়।

রবিবার (৩০ নভেম্বর ২০২৫) বিকেলে গলাচিপা হাইস্কুল খেলার মাঠে বিএনপির একাংশের উদ্যোগে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মোনাজাতে সভাপতিত্ব করেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব মিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সিনিয়র সভাপতি মিসেস আনোয়ারা শাহজাহান।

প্রধান বক্তা ছিলেন প্রয়াত শহীদ আলহাজ্ব শাহজাহান খানের জ্যেষ্ঠ পুত্র, বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব শিপলু খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির, গলাচিপা পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম খান, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান নেছার রাড়ী, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আঃ সোবাহান মিয়া, জেলা মহিলা দলের সদস্য রেনু আক্তার, সাবেক পৌর কাউন্সিলর মোঃ সোহাগ মিয়া, পৌর কাউন্সিলর মোঃ সাহেব আলী মাতুব্বর,  যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাহাবুদ্দিন সিকদার, বিএনপি নেতা মোঃ চান মিয়া মুসুল্লী প্রমুখ।

আলোচনায় বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং সাবেক এমপি শহীদ আলহাজ্ব মোঃ শাহজাহান খানের রাজনৈতিক আদর্শ, ত্যাগ ও এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯:২৮:৪০ ● ৯৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ