
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারীর রুমে ঢুকে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া নুপুর আক্তার (৩৫)। তাকে দ্রুত উদ্ধার করে পুলিশে সোপর্দ করা হয়। আত্মহত্যার চেষ্টার ঘটনায় বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে গৌরনদী থানায় একটি মামলা হয়। শারীরিক প্রতিবন্ধী নুপুর আক্তার উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামের আব্দুর রশিদ সরদারের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসকে বিয়ে করার দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন নুপুর আক্তার।
গৌরনদী ইউএনও অফিসের অফিস সহকারী জিএম আব্দুর রব জানান, ১৯ নভেম্বর দুপুর দেড়টার দিকে তিনি যোহরের নামাজ আদায় করতে মসজিদে যান। এ সুযোগে এক নারী রুমে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন। এসময় কয়েকজন ব্যক্তি বিষয়টি দেখে ডাকচিৎকার করেন। পরে অন্যান্য স্টাফরা এগিয়ে এসে দরজা ভেঙে ওই নারীকে উদ্ধার করেন। এরপর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এসআই মো. ওয়ালিউল্লাহ জানান, আত্মহত্যার চেষ্টার অভিযোগে ইউএনও অফিসের অফিস সহকারী কবির হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার সকালে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন। পরে দুপুরে তাকে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নুপুর আক্তারের বিরুদ্ধে পূর্বে চুরি ও প্রতারণার অভিযোগে রাজধানীর গুলশান থানায় দুটি এবং যাত্রাবাড়ি থানায় একটি মামলা রয়েছে।