বরগুনার জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের পর সিসি ক্যামেরা স্থাপন

হোম পেজ » বরগুনা » বরগুনার জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের পর সিসি ক্যামেরা স্থাপন
বৃহস্পতিবার ● ১৩ নভেম্বর ২০২৫


বরগুনার জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের পর সিসি ক্যামেরা স্থাপন

সাগরকন্যা প্রতিবেদন, বরগুনা

বরগুনার ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের পর এবার সিসি ক্যামেরা স্থাপন করল গণপূর্ত বিভাগ৷ বুধবার রাত সোয়া ১ টায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বৃহস্পতিবার  (১৩ নভেম্বর) দুপুর ১২ টার দিকে স্মৃতি স্তম্ভ এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

জানা যায়, বরগুনার সার্কিট হাউজ ও মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভ সংলগ্ন নির্মিত ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের নিচের অংশে আগুন ধরিয়ে দেয় একদল দুর্বৃত্ত। এমন একটি ভিডিও ক্লিপ বুধবার রাতে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

১১ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যায় ৩৬ স্মৃতিস্তম্ভের বেদীতে তরল কিছু  ছিটিয়ে অগ্নিসংযোগ ঘটায় দূর্বৃত্তরা। আগুন জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে সন্ত্রাসিরা দ্রুত স্থান ত্যাগ করে। এরপর পরপরই ঘটনাস্থলে গিয়ে কোন ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রনে আনে পুলিশ।

এ ঘটনার পরে বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে মিছিল বের করে ছাত্রশিবির। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে এসে শেষ করে। এসময় বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির বরগুনা জেলা শাখার সেক্রেটারি গাজী হোসাইন মাহমুদ বলেন, গুরুত্বপূর্ণ জায়গায় আগেই সিসি ক্যামেরা লাগানো উচিত ছিলো। পুলিশের টহলের মধ্যেও কিভাবে এখানে অগ্নিসংযোগ ঘটানো হলো তা আমাদের বোধগম্য নয়। তবে ঘটনার পর হলেও যে এখানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, সেজন্য প্রশাসনকে ধন্যবাদ। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে তারা যেন নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ায়।

বরগুনা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. সুজন বলেন, এত নিরাপত্তা থাকা সত্বেও নিরাপত্তা বেষ্টনির মধ্যে কিভাবে এ ঘটনা ঘটল, তা প্রশাসন খতিয়ে দেখবে। এর আগে এই এলাকায় নানা ঘটনা ঘটেছে৷ প্রশাসনের কাছে তাদের দাবি নিরাপত্তা জোরদার করার।

এবিষয়ে বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার সাংবাদিকদের বলেন, আমরা আগেই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের কথা বলেছি। গতকাল রাত দেড়টার দিকে কয়েকজন ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ঘটায়। সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে অন্ধকার থাকায় দুর্বৃত্তদের ধরা যায়নি। তারা দৌড়ে পালিয়ে যায়। আমরা দুর্বৃত্তদের ধরার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, গণপূর্ত বিভাগ ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভের দায়িত্বে। আমরা আগেই তাদের সাথে কথা বলেছি। আজকে গণপূর্ত বিভাগকে আবার সিসি ক্যামেরা লাগাতে বলেছি। তারা সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৫৬:৩৯ ● ৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ