
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের মঠবাড়িয়ায় ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে শহীদ মিনার প্রাঙ্গণে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়াউর রহমানসহ সকল শহীদের প্রতি এক মিনিট নীরবতা পালন করা হয়। র্যালিটি পৌরসভা চত্বর থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে মিলিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মঠবাড়িয়া পৌর বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন ফারজী। প্রধান অতিথি পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক মোঃ নজরুল ইসলাম খান বলেন, ৭ই নভেম্বর জাতীয়তাবাদী চেতনার জাগরণ ও গণতান্ত্রিক শক্তির ঐক্যের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাহসী নেতৃত্ব এবং গণতন্ত্র প্রতিষ্ঠার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।
জেলা বিএনপির সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম কিসমত বলেন, আজকের দিন শুধু স্মৃতিচারণ নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নেওয়ার দিন। ভোটাধিকার ফিরিয়ে আনতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
মঠবাড়িয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ শামীম মিয়া এবং এডভোকেট রফিকুল ইসলাম বলেন, সরকারের দমন-পীড়ন, মিথ্যা মামলা ও গণতন্ত্রবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে বিএনপি একতাবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। শহীদ জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত নেতাকর্মীদের সমন্বিত শক্তি গণতন্ত্র পুনরুদ্ধারের বড় অনুপ্রেরণা।
উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী। র্যালিতে হাতে পতাকা ও ব্যানার নিয়ে অংশগ্রহণকারীরা শহরের পরিবেশে উৎসবমুখর আবহ সৃষ্টি করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মঠবাড়িয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান। তিনি বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির পুনর্জাগরণের দিন। আমাদের সাংগঠনিক শক্তি আরও সুসংহত করতে হবে।
শেষে দোয়া-মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও দলের অগ্রগতি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রার্থনা করা হয়।