দুই শিশুর ঝগড়ায় একই পরিবারের চারজন আহত

হোম পেজ » ভোলা » দুই শিশুর ঝগড়ায় একই পরিবারের চারজন আহত
রবিবার ● ৯ নভেম্বর ২০২৫


দুই শিশুর ঝগড়ায় একই পরিবারের চারজন আহত

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

ভোলার চরফ্যাশনে দুই শিশুর ঝগড়ার জের ধরে হামিদ মুন্সিসহ একই পরিবারের চারজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শশীভূষণ থানার চর কলমি ইউনিয়নের মেঘভাসান সুলিজ বাজারে ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাতেই চরফ্যাশন উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন হামিদ মুন্সী, মজিবল, জসিম ও সবুজ।
হামিদ মুন্সীর ভগ্নিপতি নুরনবী পাটওয়ারী জানান, শনিবার সকাল ৮টায় প্রতিবেশী ফজলের ছেলে জিসান এবং হামিদ মুন্সির ছেলে জিহাদের মধ্যে ঝগড়া হয়। এরপর দুপুরের দিকে জিসানের ভাই শাকিল হামিদ মুন্সির সঙ্গে খারাপ আচরণ করলে তাদের মধ্যে হাতাহাতি হয়। সন্ধ্যার পর হামিদ মুন্সিসহ পরিবারের সদস্যরা সুলিজ বাজারে গেলে ফজল, ফারুক ও মফিজসহ ৭–৮ জন ধারালো অস্ত্র ও লাটিসোটা নিয়ে তাদের উপর হামলা চালায়।
শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এসএফ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩৩:৫৬ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ