কুয়াকাটা ও বরগুনায় সম্পন্ন দুই শতাব্দীর ঐতিহ্যবাহী রাস উৎসব

হোম পেজ » লিড নিউজ » কুয়াকাটা ও বরগুনায় সম্পন্ন দুই শতাব্দীর ঐতিহ্যবাহী রাস উৎসব
বুধবার ● ৫ নভেম্বর ২০২৫


 

কুয়াকাটা ও বরগুনায় সম্পন্ন দুই শতাব্দীর ঐতিহ্যবাহী রাস উৎসব

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা ও বরগুনা

 

দক্ষিণাঞ্চলের সমুদ্র তীরজুড়ে লাখো পূণ্যার্থী ও দর্শনার্থীর উপস্থিতিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে দুই শতাধিক বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত ও বরগুনার তালতলীর নিদ্রা সৈকতে একযোগে এই উৎসব ঘিরে সৃষ্টি হয় ভক্তি, আনন্দ ও মিলনমেলার এক অনন্য আবহ।

 

কুয়াকাটায় দুই দিনব্যাপী রাস উৎসব আজ বুধবার ভোরে গঙ্গাস্নানের মধ্য দিয়ে শেষ হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধনের পর শুরু হয় শ্রীকৃষ্ণের রাস লীলার মূল পর্ব। আজ সূর্যোদয়ের মুহূর্তে পূণ্যার্থীরা সমুদ্র স্নান ও পূজাঅর্চনার মধ্য দিয়ে এ আয়োজনের পরিসমাপ্তি ঘটান।

 

অন্তত দুই শতাব্দী ধরে রাস পূর্ণিমার তিথিতে কুয়াকাটা সমুদ্র তীরে সনাতন ধর্মাবলম্বীরা রাসমেলা ও স্নানোৎসব পালন করে আসছেন। এবারের উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো পূণ্যার্থী ও পর্যটকের সমাগম ঘটে। দক্ষিণাঞ্চলের এই বৃহত্তম ধর্মীয় উৎসব এখন রূপ নিয়েছে সার্বজনীন লোকোৎসবে।

 

বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে পরিবারসহ আসা নির্মল সরকার জানান, পাপ মোচনের উদ্দেশ্যে প্রতি বছরই তারা কুয়াকাটায় এসে গঙ্গাস্নান করেন। এবারের উৎসবেও ছিলো তাদের একই ধর্মবিশ্বাস ও আবেগ।

 

প্রায় দুই শত বছর ধরে কলাপাড়ার মদনমোহন সেবাশ্রম মন্দির ও কুয়াকাটা সৈকতে পৃথক আয়োজনে রাস উৎসব পালিত হয়ে আসছে। কুয়াকাটায় ভোরের স্নানের মধ্য দিয়ে উৎসব শেষ হলেও কলাপাড়ার মদনমোহন সেবাশ্রমে মেলা চলবে আরও পাঁচ দিন।

 

উৎসবকে ঘিরে কুয়াকাটা সৈকত ও রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে বসে অস্থায়ীভাবে পাঁচ শতাধিক দোকান। এসব দোকানে বিক্রি হয়েছে পোশাক, প্রসাধনী, খেলনা ও গৃহস্থালী সামগ্রী। সাতক্ষিরা থেকে খেলনা বিক্রি করতে আসা ক্ষুদ্র ব্যবসায়ী শামিম জানান, এবার পরিবেশ ভালো ছিল এবং বিক্রিও সন্তোষজনক।

 

আয়োজক কমিটির সহ-সভাপতি নারায়ণ চন্দ্র হাওলাদার জানান, স্থানীয় প্রশাসন, সেবাশ্রম কমিটি ও বিভিন্ন সামাজিক সংগঠন একযোগে কাজ করেছে। ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, পুরো এলাকা সিসি ক্যামেরাসহ নিরাপত্তার চাঁদরে ঢাকা ছিল। ফলে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কুয়াকাটা ও বরগুনায় সম্পন্ন দুই শতাব্দীর ঐতিহ্যবাহী রাস উৎসব

 

এদিকে বরগুনার তালতলীর নিদ্রা সৈকতেও বুধবার সকালে অনুষ্ঠিত হয় রাস উৎসব। সূর্যোদয়ের আগেই শত শত নারী-পুরুষ সমবেত হয়ে সূর্য দেবতাকে প্রণাম জানিয়ে ও উলুধ্বনি দিয়ে সাগরে পূণ্যস্নানে অংশ নেন। তারা পরলোকে যাওয়া স্বজনদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন এবং গঙ্গাদেবীর উদ্দেশে অর্ঘ্যদান করেন।

 

রাস উৎসবকে ঘিরে নিদ্রা সৈকতে আয়োজন করা হয় ধর্মীয় আলোচনা, কীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রাস উৎসব কমিটির সভাপতি রতন বিশ্বাস জানান, শত শত পূণ্যার্থী ও দর্শনার্থীর উপস্থিতিতে এবারের উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের সহায়তায় সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় ছিলো বলেও তিনি উল্লেখ করেন।

 

সব মিলিয়ে ভক্তি, ঐতিহ্য ও আনন্দের মেলবন্ধনে কুয়াকাটা ও নিদ্রা সৈকতে সম্পন্ন হয়েছে দক্ষিণাঞ্চলের এই দুই শতাধিক বছরের রাস উৎসব।

বাংলাদেশ সময়: ১০:৩৭:৫৭ ● ৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ