
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
ভোলার চরফ্যাশন সদরের প্রধান সড়কে দীর্ঘদিন ধরে চলমান যানজট সমস্যা সমাধানে দ্রুতই কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইউএনও রাসনা শারমিন মিথি। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।
ইউএনও বলেন, চরফ্যাশনের যানজট এখন একটি বড় সমস্যা। ইতিমধ্যেই উপজেলা আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক মাসিক সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। খুব শিগগিরই বাস্তব পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, অভ্যন্তরীণ সড়কের অটোরিকশাগুলো যাতে শহরে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। শুধুমাত্র অনুমোদিত সংখ্যক অটোরিকশাই পৌর এলাকায় চলাচল করতে পারবে, যার ফলে এলোমেলো যানবাহনের প্রবেশ বন্ধ হবে এবং ট্রাফিক শৃঙ্খলা ফিরে আসবে।
ইউএনও বলেন, পৌরসভা থেকে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। এই টিম আগামী এক সপ্তাহ ফুটপাতের দোকানদারদের সচেতন করবে। দোকানদাররা যদি সরে যান, ভালো। না সরলে সদর রোডের দুই পাশে অবৈধ স্থানে বসানো ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হবে, যাতে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারে।
স্থানীয় জুতার ব্যবসায়ী মো. আবু সিদ্দিক বলেন, বাজারে প্রতিদিন সকাল-বিকালে এমন যানজট থাকে যে দোকানে মাল আনা-নেওয়া কষ্টকর হয়ে পড়ে। ইউএনও ম্যাডামের উদ্যোগ বাস্তবায়ন হলে ব্যবসায়ীরা উপকৃত হবেন।
পথচারী রিনা বেগম বলেন, রাস্তার দুই পাশে ফুটপাতে দোকান বসে থাকে, আবার অটোরিকশা এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকে। এতে হাঁটাচলা করা যায় না।
আরেক পথচারী মনির হোসেন বলেন, চরফ্যাশনের উন্নয়ন এখন দৃশ্যমান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যানজটমুক্ত শহর গড়ার উদ্যোগটি প্রশংসনীয়।