সুন্দরবনে হরিণ শিকারীদের হামলায় আহত বন কর্মকর্তা রানা দেব

হোম পেজ » লিড নিউজ » সুন্দরবনে হরিণ শিকারীদের হামলায় আহত বন কর্মকর্তা রানা দেব
সোমবার ● ৩ নভেম্বর ২০২৫


হসুন্দরবনে রিণ শিকারীদের হামলায় আহত বন কর্মকর্তা রানা দেব

সাগরকন্যা প্রতিবেদক, শরণখোলা (বাগেরহাট)

পূর্ব সুন্দরবনের দুবলারচরে হরিণ শিকারীদের হামলায় আহত হয়েছেন শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব। সোমবার (৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে আলোরকোলের ডিমেরচর এলাকায় এ ঘটনা ঘটে।

বন বিভাগ সূত্রে জানা যায়, রানা দেব বনরক্ষীদের নিয়ে বনের ভেতর নিয়মিত টহলে ছিলেন। এ সময় তারা হরিণ ধরার জন্য পেতে রাখা একাধিক ফাঁদ দেখতে পান। সন্দেহ হলে তল্লাশি চালিয়ে চার থেকে পাঁচজন শিকারীকে দেখতে পেয়ে ধাওয়া করেন।

একপর্যায়ে রানা দেব একজন শিকারীকে আটক করেন। তখন বাকিরা ফিরে এসে তাকে বেধড়ক মারধর করে আটক শিকারীকে ছিনিয়ে নিয়ে বনের গভীরে পালিয়ে যায়।

পরে বনরক্ষীরা ঘটনাস্থল থেকে হরিণ ধরার ১৮টি হাঁটা ফাঁদ জব্দ করেন। আহত রানা দেবকে দুবলারচরের অস্থায়ী স্বাস্থ্যসেবা কেন্দ্রে নেওয়া হয়।

কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার জানান, রানা দেবের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং অভ্যন্তরীণ ইনজুরির আশঙ্কা আছে। বিস্তারিত জানার জন্য তাকে এক্স-রে করার পরামর্শ দেওয়া হয়েছে।

বন বিভাগ জানিয়েছে, হামলাকারী শিকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৭:২৫:৪৬ ● ৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ