কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল বিষাক্ত ‘লায়নফিশ’

হোম পেজ » লিড নিউজ » কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল বিষাক্ত ‘লায়নফিশ’
সোমবার ● ৩ নভেম্বর ২০২৫


কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল বিষাক্ত ‘লায়নফিশ’

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর মহিপুরে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির এক সামুদ্রিক মাছ- বিষাক্ত লায়নফিশ। রঙিন ডোরা দাগ ও লম্বা কাঁটাযুক্ত পাখনাবিশিষ্ট এই মাছটি স্থানীয়ভাবে ‘বাঘা মাছ’ বা ‘রাওয়া মাছ’ নামে পরিচিত। সোমবার (৩ নভেম্বর) মহিপুর মৎস্য বন্দরের মুন্নী ফিশ আড়তে মাছটি আনা হলে এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।

স্থানীয় জেলে মন্নান মাঝি জানান, তিন দিন আগে কুয়াকাটা উপকূল সংলগ্ন গভীর সাগরে জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে এই অচেনা মাছটিও ধরা পড়ে। দেখতে সুন্দর হলেও এটি বিষাক্ত বলে শুনেছেন।

মুন্নী ফিশ আড়তের ম্যানেজার হিরণ বলেন, প্রথমে মাছটিকে সাধারণ মনে হলেও পরে রঙ ও কাঁটাযুক্ত পাখনা দেখে বোঝা যায় এটি বিশেষ প্রজাতির কিছু। মাছটির দেহে লাল, সাদা ও বাদামি রঙের ডোরা দাগ রয়েছে, যা লায়নফিশের বৈশিষ্ট্য।

বেসরকারি গবেষণা সংস্থা ওয়ার্ল্ডফিশ-বাংলাদেশের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, লায়নফিশ দেখতে আকর্ষণীয় হলেও এটি অত্যন্ত বিষধর। এর পাখনার কাঁটায় থাকা বিষ মানুষকে দংশন করলে তীব্র ব্যথা, ফোলাভাব ও শ্বাসকষ্ট হতে পারে। তাই খালি হাতে এই মাছ ধরা বিপজ্জনক।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, লায়নফিশ সাধারণত ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের উষ্ণ পানিতে পাওয়া যায়। এটি ছোট মাছ ও চিংড়ি খেয়ে বেঁচে থাকে। স্থানীয় জেলেদের সতর্ক থাকতে হবে, যাতে কেউ এই মাছ স্পর্শ না করে।

বাংলাদেশ সময়: ১৮:৩৭:৪৬ ● ৯৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ