দশমিনায় দুস্থ নারীদের মাঝে ৯০ কেজি করে চাল বিতরণ

হোম পেজ » পটুয়াখালী » দশমিনায় দুস্থ নারীদের মাঝে ৯০ কেজি করে চাল বিতরণ
সোমবার ● ২০ অক্টোবর ২০২৫


দশমিনায় দুস্থ নারীদের মাঝে ৯০ কেজি করে চাল বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনায় সোমবার সাড়ে পাঁচ শতাধিক দুস্থ ও অসহায় নারীর মধ্যে তিন মাসে ৯০ কেজি করে ভিজিডি’র চাল বিতরণ করা হয়েছে। কার্যক্রমটি উপজেলা বাঁশবাড়িয়া ইউনিয়ন কার্যালয়ে সকাল ১০টায় শুরু হয়।

উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় সূত্রে জানা যায়, দশমিনা ইউনিয়নে ৮০০, আলীপুরা ৫৯৫, রনগোপালদী ৫১৫, বহরমপুর ৫৫০, বাঁশবাড়িয়া ৫৫০, বেতাগী সানকিপুর ৬০৫ ও চরবোরহান ২৫৭ জন সুবিধাভোগী নারী এই প্রকল্পের আওতায় চাল পেয়েছেন। চলতি বছর উপজেলার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে বাঁশবাড়িয়া ইউনিয়ন থেকে।

এসময় উপস্থিত ছিলেন বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আবুল কালাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও ট্রাক অফিসার মো. সবুজ হোসেন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের তত্ত্বাবধানে দু’ বছর মেয়াদী এই প্রকল্পে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৪৩:০৪ ● ১০৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ