সেবার মানে উন্নতি দালালমুক্ত হলো গলাচিপা হাসপাতাল

হোম পেজ » পটুয়াখালী » সেবার মানে উন্নতি দালালমুক্ত হলো গলাচিপা হাসপাতাল
সোমবার ● ২০ অক্টোবর ২০২৫


সেবার মানে উন্নতি, দালালমুক্ত হলো গলাচিপা হাসপাতাল

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে বহুমুখী উন্নয়নের জোয়ার। এতে চিকিৎসাসেবা ও পরিবেশের মান বেড়েছে, রোগীরাও সন্তুষ্ট।

গলাচিপা ও রাঙ্গাবালীর দুই উপজেলার মানুষের জন্য হাসপাতালটিতে অক্সিজেন সিস্টেম, ডেঙ্গু ও টাইফয়েড ওয়ার্ড সম্প্রসারণ, দুটি পরিত্যক্ত ওয়ার্ড সংস্কার, জরুরি বিভাগের আধুনিকায়ন, ডিউটি ডাক্তারদের কক্ষে টাইলস ও সংযুক্ত টয়লেট স্থাপনসহ নানা কাজ সম্পন্ন হয়েছে।

জরুরি বিভাগে লোডশেডিং মোকাবিলায় আইপিএস স্থাপন করা হয়েছে। একইভাবে অন্তঃবিভাগেও ব্যক্তিগত উদ্যোগে আইপিএস বসানো হয়েছে। নিরাপত্তার জন্য স্থাপন করা হয়েছে ৩২টি সিসি ক্যামেরা ও দুটি ডিজিটাল সাইনবোর্ড। প্যাথলজি বিভাগের টেস্টের সংখ্যা এবং সরকারি ওষুধের পরিমাণও বেড়েছে।

এনসিডি কর্নারের মাধ্যমে ডায়াবেটিস ও উচ্চরক্তচাপের রোগীদের ডিজিটাল সেবা দেওয়া হচ্ছে। পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হাসপাতাল কর্তৃপক্ষের ব্যক্তিগত উদ্যোগে দুইজন অতিরিক্ত সুইপার ও যানবাহন নিয়ন্ত্রণে একজন লোক নিয়োগ করা হয়েছে।

হাসপাতালকে দালালমুক্ত, পরিচ্ছন্ন ও আধুনিক করে তুলতে কাজ করছেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মেজবাহউদ্দিন। তার নেতৃত্বে ডাক্তার ও নার্সদের সহযোগিতায় হাসপাতালটির সার্বিক উন্নয়ন অব্যাহত রয়েছে।

স্থানীয় দোকানদার সন্তোষ দাস বলেন, আগে যেমন ছিল এখন আর তেমন নেই। হাসপাতালের ব্যাপক পরিবর্তন হয়েছে। একই মত প্রকাশ করেন চন্দন দাস, মস্তফা মিয়া ও মিন্টু দাস। তারা বলেন, এখন আর দালালদের দেখা যায় না, রোগীরা সঠিক চিকিৎসা পাচ্ছে।

ডা. মেজবাহউদ্দিন বলেন, দুই উপজেলার মানুষ যেন দ্রুত ও স্বাচ্ছন্দ্যে চিকিৎসা পায়, সে লক্ষ্যেই আমরা কাজ করছি। সাধারণ রোগীদের জন্য ৩ টাকায় টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। ডেঙ্গুর প্রাদুর্ভাবের মধ্যে এখন পর্যন্ত ২৭৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন।

তিনি আরও বলেন, হাসপাতালকে দালালমুক্ত করার কারণে একটি কুচক্রী মহল উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করতে চায়। তবুও মানুষের সেবায় আমরা কাজ চালিয়ে যাচ্ছি।

বাংলাদেশ সময়: ২০:৫৬:৫৬ ● ৯১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ