
সাগরকন্যা প্রতিবেদক, (পিরোজপুর)
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১৮ অক্টোবর) সকালে মঠবাড়িয়া প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান এ মতবিনিময় সভা করেন।
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী এই যুবদল নেতা বলেন, আমি দলীয় এবং সকলের সমর্থন পেলে এবং নির্বাচিত হলে মঠবাড়িয়াকে সর্বপ্রথম বেকার মুক্ত এবং নারীদের স্বাবলম্বী করার অগ্রণের ভূমিকা পালন করবো। আমি আপনাদের এই জনপদের সন্তান আমি আপনাদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা নিয়ে এসেছি।
বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় এবং আমাকে যদি বিএনপি ধানের শীষে মনোনিত প্রার্থী করেন তাহলে আমি এই জনপদে উন্নয়নে কাজ করব। গত ১৭ বছরে মঠবাড়িয়া মানুষ অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি মঠবাড়িয়া কোন নেতা মঠবাড়িয়ার মানুষদের কল্যাণে কাজ করেনি বরং তারা খাল দখল, ডিসিয়ার বাণিজ্য,মাদক ব্যবসা করেছে। এ সময় তিনি মঠবাড়িয়ার সার্বিক সমস্যার কথা তুলে ধরে বলেন, পর্যায়ক্রমে আপনাদেরকে সাথে নিয়ে সকল সমস্যার সমাধান করব।
এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা তাহসিন জামান রোমেল, শাহীন রেজা, আবু হানিফ হাওলাদার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আরএইচএম/এমআর