কুয়াকাটায় এমপিওভুক্ত শিক্ষকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় এমপিওভুক্ত শিক্ষকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা
বুধবার ● ১৫ অক্টোবর ২০২৫


 

কুয়াকাটায় এমপিওভুক্ত শিক্ষকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

ঢাকায় শিক্ষকদের সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে এবং ২০ শতাংশ বাড়িভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতা বাস্তবায়নের দাবিতে কুয়াকাটায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা।

বুধবার বেলা ১২টার দিকে কুয়াকাটা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিএম সাইফুর রহমান ইসা। বক্তব্য রাখেন মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ কালিম মাহমুদ, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, আবু হানিফ খান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান সোহেল, সিনিয়র শিক্ষক মাঈনুল ইসলাম মন্নান, একে এম আবুল কালাম আজাদ, শাহ আলম এবং ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

মানববন্ধনে শত শত শিক্ষক অংশ নেন। এক ঘণ্টা ধরে কুয়াকাটা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে, এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

বক্তারা বলেন, দাবি মেনে প্রজ্ঞাপন জারি না হলে তাঁরা লাগাতার কর্মবিরতি পালন করবেন এবং আসন্ন নির্বাচনে দায়িত্ব গ্রহণ করবেন না।

বাংলাদেশ সময়: ১৭:২৩:০৫ ● ৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ