বৃহস্পতিবার কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৬৯তম জন্মবার্ষিকী

হোম পেজ » খুলনা » বৃহস্পতিবার কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৬৯তম জন্মবার্ষিকী
বুধবার ● ১৫ অক্টোবর ২০২৫



বৃহস্পতিবার কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৬৯তম জন্মবার্ষিকী

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’—এই অমর গানের স্রষ্টা, তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৬৯তম জন্মবার্ষিকী বৃহস্পতিবার (১৬ অক্টোবর)।

বাংলাদেশের কবিতায় অবিস্মরণীয় এই কবির শিল্পমগ্ন উচ্চারণ তাঁকে দিয়েছে সত্তরের অন্যতম কবির স্বীকৃতি। মাত্র ৩৫ বছর বয়সে, ১৯৯১ সালের ২১ জুন, তিনি মৃত্যুবরণ করেন। ২০২৪ সালে তিনি একুশে পদকে (মরণোত্তর) ভূষিত হন।

দিনটি উপলক্ষে রুদ্র স্মৃতি সংসদের আয়োজনে বাগেরহাটের মোংলার মিঠেখালিতে কবির গ্রামের বাড়িতে সকাল থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এসবের মধ্যে রয়েছে কবির কবরে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল এবং রুদ্র স্মরণানুষ্ঠান। এছাড়া রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হবে।

অকালপ্রয়াত এই কবি সাম্য, মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা ও মানবমুক্তির চেতনায় দীপ্ত ছিলেন। তাঁর কবিতায় যেমন প্রতিবাদ ও বিপ্লবের অগ্নিস্ফুলিঙ্গ, তেমনি আছে প্রেম, স্বপ্ন ও সৌন্দর্যের মগ্নতা।

মাত্র ৩৫ বছরের জীবনে রুদ্র সাতটি কাব্যগ্রন্থ, গল্প, কাব্যনাট্য এবং পঞ্চাশাধিক গান রচনা ও সুরারোপ করেন। ‘ভালো আছি ভালো থেকো’ গানের জন্য তিনি ১৯৯৭ সালে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি প্রদত্ত শ্রেষ্ঠ গীতিকারের (মরণোত্তর) সম্মাননা পান। এছাড়া ‘উপদ্রুত উপকূল’ ও ‘ফিরে চাই স্বর্ণগ্রাম’ কাব্যগ্রন্থের জন্য টানা দুই বছর ‘মুনীর চৌধুরী সাহিত্য পুরস্কার’ অর্জন করেন।

তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৪:৫৭ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ