কচিখালী সৈকত থেকে বনবিভাগের প্লাস্টিক বর্জ্য অপসারণ

হোম পেজ » খুলনা » কচিখালী সৈকত থেকে বনবিভাগের প্লাস্টিক বর্জ্য অপসারণ
শনিবার ● ৪ অক্টোবর ২০২৫


কচিখালী সৈকত থেকে বনবিভাগের প্লাস্টিক বর্জ্য অপসারণ

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

সুন্দরবনের কচিখালী সৈকত থেকে বনবিভাগের পেট্রোল দল শুক্রবার সারাদিন ধরে প্লাস্টিকের বর্জ্য অপসারণ করেছে। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়।

পূর্ব সুন্দরবন ব্যাগারহাট বিভাগের বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী জানান, সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য ও বন্যপ্রাণী রক্ষায় সৈকতটি এখন প্রতি মাসে একবার পরিষ্কার করা হবে।

তিনি আরও বলেন, অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সময়টিতে দেশি-বিদেশি পর্যটকদের ভিড় বাড়ে। তাদের ব্যবহৃত সফট ড্রিংকস বোতল ও প্লাস্টিক প্যাকেজসহ নানা বর্জ্য সৈকতে পড়ে থাকে, যা বিশ্ব ঐতিহ্যবাহী এই অঞ্চলের পরিবেশের জন্য হুমকি।

বন কর্মকর্তারা পর্যটকদের প্রতি সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় বর্জ্য না ফেলার আহ্বান জানিয়েছেন।

এমই/এমআর

বাংলাদেশ সময়: ১৮:১২:৩১ ● ১১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ