বাগেরহাটে সাংবাদিক হত্যার বিচার দাবিতে মানববন্ধন

হোম পেজ » খুলনা » বাগেরহাটে সাংবাদিক হত্যার বিচার দাবিতে মানববন্ধন
শনিবার ● ৪ অক্টোবর ২০২৫


বাগেরহাটে সাংবাদিক হত্যার বিচার দাবিতে মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে কর্মরত দৈনিক ভোরের চেতনা  রিপোর্টার এস. এম. হায়াত উদ্দিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে বাগেরহাট প্রেসক্লাব। মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী, আইনজীবী, সমাজসেবক ও সাধারণ মানুষ অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, একজন সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও ন্যায়ের শাসনের প্রতি এক গভীর আঘাত। তারা অবিলম্বে এই হত্যাকান্ডে জড়িত সকল অপরাধীকে প্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন,  বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ ছালাম। এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীরা একাত্মতা প্রকাশ করেন এবং নিহত সাংবাদিকের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত হন সাংবাদিক হায়াত উদ্দিন। সম্প্রতি তিনি বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেছিলেন।


এমই/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৩৯:১৭ ● ১১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ