
শনিবার ● ৪ অক্টোবর ২০২৫
কচিখালী সৈকত থেকে বনবিভাগের প্লাস্টিক বর্জ্য অপসারণ
হোম পেজ » খুলনা » কচিখালী সৈকত থেকে বনবিভাগের প্লাস্টিক বর্জ্য অপসারণসাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
সুন্দরবনের কচিখালী সৈকত থেকে বনবিভাগের পেট্রোল দল শুক্রবার সারাদিন ধরে প্লাস্টিকের বর্জ্য অপসারণ করেছে। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়।
পূর্ব সুন্দরবন ব্যাগারহাট বিভাগের বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী জানান, সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য ও বন্যপ্রাণী রক্ষায় সৈকতটি এখন প্রতি মাসে একবার পরিষ্কার করা হবে।
তিনি আরও বলেন, অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সময়টিতে দেশি-বিদেশি পর্যটকদের ভিড় বাড়ে। তাদের ব্যবহৃত সফট ড্রিংকস বোতল ও প্লাস্টিক প্যাকেজসহ নানা বর্জ্য সৈকতে পড়ে থাকে, যা বিশ্ব ঐতিহ্যবাহী এই অঞ্চলের পরিবেশের জন্য হুমকি।
বন কর্মকর্তারা পর্যটকদের প্রতি সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় বর্জ্য না ফেলার আহ্বান জানিয়েছেন।
এমই/এমআর
বাংলাদেশ সময়: ১৮:১২:৩১ ● ১১২ বার পঠিত