
সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)
বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান সোহাগ রাজনৈতিক অপপ্রচারের শিকার হওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার রহমতপুর কামিনী রিফ্রেশ জোন রেস্তোরাঁয় তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
সংবাদ সম্মেলনে কামরুল হাসান সোহাগ দাবি করেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে হরতাল, অবরোধসহ সরকারবিরোধী আন্দোলনে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। অসংখ্য মিথ্যা রাজনৈতিক মামলা দিয়েও তাকে দমিয়ে রাখা যায়নি।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগী একটি কুচক্রী মহল তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করতে একটি ভুয়া ভিডিও (এআই প্রযুক্তিতে তৈরি) ছড়িয়ে দিয়েছে এবং সাংবাদিকদের ভুল বোঝিয়ে মিথ্যা সংবাদ প্রচার করাচ্ছে। এসব খবরে তাকে সন্ত্রাসী, চাঁদাবাজ, কাউন্টার দখলকারী, মাংস ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, জমি দখল ও ইট-বিটুমিন লুটের সঙ্গে জড়িত বলে দেখানো হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
কামরুল হাসান বলেন, রহমতপুরে তার নামে কোনো বাস কাউন্টার নেই। কেবল কয়েকটি দোকান রয়েছে যেগুলোর দলিল তার মায়ের ও মামাদের নামে এবং পরিবারটি বহু বছর ধরে সেগুলো ভোগ করছে। ইট লুট বা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগের কোনো ভিত্তি নেই।
তিনি আরও জানান, সদস্য সচিব হিসেবে তিনি স্বেচ্ছাসেবক দলকে উপজেলার ছয়টি ইউনিয়নে শক্তিশালী করেছেন। এ কারণে একটি পক্ষ তাকে প্রতিপক্ষ মনে করে অপপ্রচার চালাচ্ছে। তিনি সাংবাদিকদের কাছে অনুরোধ জানান, বিষয়গুলো তদন্ত করে সঠিক সংবাদ প্রকাশের জন্য।
সংবাদ সম্মেলনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান মোহাম্মদ জসিম উদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।