কলাপাড়ায় বিশ্ব নদী দিবসে রচনা প্রতিযোগিতা ও মানববন্ধন

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় বিশ্ব নদী দিবসে রচনা প্রতিযোগিতা ও মানববন্ধন
রবিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৫


কলাপাড়ায় বিশ্ব নদী দিবসে রচনা প্রতিযোগিতা ও মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

বিশ্ব নদী দিবস উপলক্ষে আন্ধারমানিক নদীর তীরে রচনা প্রতিযোগিতা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নদী রক্ষায় সচেতনতা তৈরির আহ্বান জানান বক্তারা।

রোববার (২৮ সেপ্টেম্বর) ওয়াটারকিপার্স বাংলাদেশ, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), আমরা কলাপাড়াবাসী এবং পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়ার যৌথ আয়োজনে এ কর্মসূচি হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমরা কলাপাড়াবাসীর সভাপতি নাজমুস সাকিব।

মানববন্ধনে বক্তব্য দেন পরিবেশ বাঁচাও আন্দোলনের নজরুল ইসলাম, প্রান্তজন কলাপাড়ার সমন্বয়কারী সাইফুল্লাহ মাহমুদ, সাংস্কৃতিক কর্মী জেমস জানিব, পরিবেশকর্মী কামাল হাসান রনি এবং ওয়াটারকিপার্স বাংলাদেশের আঞ্চলিক সমন্বয়ক মেজবাহ উদ্দিন মান্নু। এ সময় স্কুল-কলেজের শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নদী বাংলাদেশের জাতীয় সম্পদ। আন্ধারমানিকসহ দেশের সব নদী রক্ষায় জনগণকে এগিয়ে আসতে হবে। তারা অভিযোগ করেন, শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য ফেলা, দখল এবং দূষণ নদী ধ্বংসের মূল কারণ। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।

নদী রক্ষায় সচেতনতা বৃদ্ধি, খাল ও নদীতে ময়লা-আবর্জনা না ফেলা এবং আইন প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন তারা। কর্মসূচি শেষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯:৩২:০৬ ● ১২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ