নেছারাবাদে চলন্ত মটরসাইকেলে রশিতে পেঁচিয়ে কলেজছাত্রের মৃত্যু

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে চলন্ত মটরসাইকেলে রশিতে পেঁচিয়ে কলেজছাত্রের মৃত্যু
রবিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৫


নেছারাবাদে চলন্ত মটরসাইকেলে রশিতে পেচিয়ে কলেজছাত্রের মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

নেছারাবাদে গাছ কাটার রশিতে আটকে মো: তামিম (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে স্বরূপকাঠি-পিরোজপুর সড়কের সেহাংগল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম উপজেলা শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র এবং ঢাকায় নার্সারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি পানাউল্লাহপুর গ্রামের মো: জাহাঙ্গির হোসেনের ছেলে।

সূত্রে জানা গেছে, রবিবার সকালে তামিম ও আনিসুর রহমান মটরসাইকেলে পিরোজপুর যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন। সেহাংগল এলাকায় পৌঁছালে রাস্তার পাশে বেলায়েত নামে এক ব্যক্তি গাছ কাটছিলেন। গাছ নামানোর জন্য তিনি মূল সড়কের ওপর আড়াআড়িভাবে রশি বেঁধে রাখেন।

চলন্ত মটরসাইকেলের ড্রাইভার রশি দেখে মাথা নিচু করলেও পিছনের আরোহী তামিম রশিতে পেচিয়ে গাড়ি থেকে ছিটকে পড়ে যান। এতে তামিম ঘটনাস্থলেই মারা যান।

প্রত্যক্ষদর্শী মো: রায়হান ফয়সাল বলেন, রশি আড়াআড়ি বাঁধা ছিল, গাড়ির চালক মাথা নিচু করলেও পিছনের আরোহী পড়ে যায়।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার লিমা আক্তার জানান, হাসপাতালে আনার আগেই তামিমের মৃত্যু হয়। তার মাথায় প্রচুর রক্তক্ষরণ ও আঘাতের চিহ্ন ছিল।

নেছারাবাদ থানার ওসি মো: বনি আমিন বলেন, আমরা খবর পেয়ে হাসপাতাল পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:৫১ ● ২১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ