
সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়ায় দুর্গাপূজা উপলক্ষে ১৫৯টি পূজামণ্ডপের জন্য বরাদ্দ ৭৯ টন ৫ শত কেজি চাল নিয়ে উপজেলা পূজা উদযাপন কমিটির বিরুদ্ধে সিন্ডিকেট গঠনের অভিযোগ উঠেছে। জেলাসহ স্থানীয় সূত্র জানিয়েছে, কমিটির নির্দেশ ছাড়া কেউ চাল বিক্রি বা গ্রহণ করতে পারছেন না।
প্রতিটি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নামে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে ৫ শত কেজি করে চালের ডিও দেওয়া হয়। কিন্তু তারা ডিও নিয়ে উপজেলা খাদ্য গুদামে গেলে খাদ্য পরিদর্শক আবু বকর ছিদ্দিক তাদের চাল না দিয়ে পূজা উদযাপন কমিটির আহ্বায়ক যতীন্দ্রনাথ মিস্ত্রী ও সদস্য সচিব দীনেশ হালদারের কাছে যেতে বলেন।
জানা গেছে, প্রতিটি পূজামণ্ডপকে ৫ শত কেজি চালের পরিবর্তে কমিটি নগদ ১৮ হাজার টাকা এবং বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আবদুস সোহাবান দেওয়ার নামে আরও ১ হাজার টাকা দিয়ে মোট ১৯ হাজার টাকা প্রদান করে। অথচ বরাদ্দ অনুযায়ী প্রতিটি মণ্ডপের পাওয়ার কথা ছিল প্রায় ১৯ হাজার ২৫০ টাকা সমমূল্যের চাল।
স্থানীয় পূজামণ্ডপ কমিটির নেতারা অভিযোগ করে বলেন, প্রতিবছরই এ চাল নিয়ে সিন্ডিকেট তৈরি হয়। যেই সরকার ক্ষমতায় থাকে, তারাই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে। ফলে চাল বাইরে বিক্রি করা বা ন্যায্যমূল্য পাওয়া যায় না।
অভিযোগের বিষয়ে উপজেলা খাদ্য পরিদর্শক মো. আবু বকর ছিদ্দিক দাবি করেন, ডিও নিয়ে যারা আসেন তাদের চাল দেওয়া হয়, পূজা কমিটির কাছে পাঠানোর কথা সঠিক নয়। এখনও কেউ চাল নিতে আসেননি।
উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব দীনেশ চন্দ্র হালদার বলেন, সিন্ডিকেটের অভিযোগ সঠিক নয়। যার চাল প্রয়োজন তিনি এলে দেওয়া হবে। পরে বিস্তারিত জানানো হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক বলেন, প্রতিটি পূজামণ্ডপে প্রশাসনের পক্ষ থেকে চালের ডিও দেওয়া হয়েছে। চালের পরিবর্তে টাকা নেওয়া হলে তার দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে।