চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৪

হোম পেজ » রাজশাহী » চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৪
শনিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৫


চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৪

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সদর ও ভোলাহাট উপজেলায় বিজিবি, র‌্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৩ কেজি ৮ শত ৭ গ্রাম হেরোইন, ২৭ কেজি ৫০ গ্রাম গাঁজা, ৪৯ বোতল ফেনসিডিল, নগদ টাকা, একটি নৌকা ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, গতকাল দুপুরে সদর উপজেলার গোয়ালডুবি গ্রামে পদ্মানদীর একটি নৌকা থেকে ৩ কেজি ৮ শত গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত দুইজন নদীতে ঝাঁপিয়ে পালিয়ে গেছে।

র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট সাইদ মাহমুদ সাদান বলেন, ভোররাতে সদর উপজেলার কেন্দুল মোড়ে মোটরসাইকেলযোগে ২৭ কেজি গাঁজা বহনকালে শিবগঞ্জ উপজেলার তৌহিদুল ইসলাম ভাসাইকে গ্রেফতার করা হয়। বিকেলে মহানন্দা সেতু টোল প্লাজার কাছে একটি ব্যাগে ফেনসিডিল বহনকালে রাজশাহীর অন্তর মন্ডলকে গ্রেফতার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, ভোলাহাট উপজেলার কলেজ মোড় এলাকায় অভিযান চালিয়ে ৭ গ্রাম হেরোইন, ৫০ গ্রাম গাঁজা ও ২৫ হাজার টাকাসহ শুভ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় সদর থানায় তিনটি এবং ভোলাহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:২৪:৪২ ● ১৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ