কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবসে পর্যটকদের ফুল দিয়ে বরণ

হোম পেজ » পর্যটন » কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবসে পর্যটকদের ফুল দিয়ে বরণ
শনিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৫


কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবসে পর্যটকদের ফুল দিয়ে বরণ

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ভিন্নধর্মী আয়োজনে আগত পর্যটকদের বরণ করে নিলেন কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুয়াকাটার জিরো পয়েন্ট এলাকায় পর্যটকদের হাতে রজনীগন্ধা ও গোলাপ ফুল দিয়ে বরণ করে নেয় সংগঠনের সদস্যরা।

ফুল পেয়ে খুশি হয়ে পর্যটক রুমা বলেন, এমন আয়োজন সত্যিই দারুণ লাগলো, আমাদের প্রতি স্থানীয়দের ভালোবাসা ও আতিথেয়তা দেখে মুগ্ধ হয়েছি।

খুলনা থকে আসা আরেকজন পর্যটক তুষার হিমেল বলেন, কুয়াকাটায় এসেছি সমুদ্রসৈকত দেখতে, কিন্তু এভাবে ফুল দিয়ে বরণ করাটা অনন্য অনুভূতির জন্ম দিয়েছে।

পর্যটক বরণের আনুষ্ঠানিকতায় নেতৃত্ব দেন কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ ও সাধারণ সম্পাদক জুয়েল ফরাজী। এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান, সাংস্কৃতিক সম্পাদক নেছার উদ্দিন আশিকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন, আজ বিশ্ব পর্যটন দিবস। দিবসটিকে ঘিরে কুয়াকাটায় হোটেল-মোটেল এমপ্লয়িজ এসোসিয়েশন পর্যটকদের বরণে এমন আয়োজন করতে পেরে নিজেদের ভাল লাগছে।

সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান বলেন, পর্যটকদের সাথে মতবিনিময় ও কুয়াকাটার সৌন্দর্য তুলে ধরার নানা উদ্যোগ নেওয়া হয় এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে।

এর আগে জেলা প্রশাসনের আয়োজনের সাথে সংগঠনের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

এ বিষয় ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, বিশ্ব পর্যটন দিবস ও শারদীয় দুর্গাপূজার ছুটিকে ঘিরে কুয়াকাটায় পর্যটকদের সমাগম লক্ষ্য করা যাচ্ছে। আজ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পর্যটকদেরকে ফুল দিয়ে বরণ ছিল অনন্য উদ্যোগ। এর ফলে পর্যটকদের মাঝে দারুণ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।  আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের বাড়তি নজরদারী রয়েছে বলেও জানান এ্ই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮:৫১:৪৪ ● ২৬১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ