বরগুনা জেলা বিএনপি নেতাকে গণ সংবর্ধনায় লাঞ্ছিত!

হোম পেজ » বরগুনা » বরগুনা জেলা বিএনপি নেতাকে গণ সংবর্ধনায় লাঞ্ছিত!
শনিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৫


বরগুনা জেলা বিএনপি নেতাকে গণ সংবর্ধনায় লাঞ্ছিত!

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

বরগুনা জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট মহসিন মিয়াকে শনিবার রাতে আমতলী উপজেলা যুবদল নেতা ও তার সমর্থকদের হাতে গণ সংবর্ধনায় লাঞ্ছিত করার অভিযোগ ওঠেছে। ঘটনাটি সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেছেন।

অ্যাডভোকেট মহসিন মিয়া বলেন, বৃহস্পতিবার বিকেলে বরগুনা জেলা বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক নজরুল ইসলাম মোল্লা, সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন ও প্রথম যুগ্ম আহবায়ক ফজলুল হক মাষ্টারের গণ সংবর্ধনায় উপস্থিত থাকাকালীন তিনি হামলার শিকার হন। ওই সময় উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মোঃ হেমেদী জামান রাকিব, ছাত্রদল নেতা সোহাগসহ কয়েকজন সমর্থক তার ওপর হামলা চালায় এবং ঘরে ভাঙচুর চালিয়ে তাকে নিরাপত্তাহীন করে তোলে।

মহসিন মিয়া আরও বলেন, লাঞ্ছিত হওয়ার ঘটনায় জেলা বিএনপির নেতাদের সম্মানও ক্ষুণ্ণ হয়েছে। তিনি ঘটনাকারীদের শাস্তি দাবি করেছেন।

অন্যদিকে আমতলী উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মেহেদী জামান রাকিব ঘটনার কথা অস্বীকার করে বলেছেন, মহসিন মিয়া আগে আওয়ামীলীগের সঙ্গে যুক্ত ছিলেন।

বরগুনা জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোল্লা বলেন, মহসিন মিয়াকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন এবং ওই আচরণ ঠিক হয়নি।

বাংলাদেশ সময়: ১৯:৩৯:৪৯ ● ১৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ