দশমিনায় দূর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমুলক সভা

হোম পেজ » পটুয়াখালী » দশমিনায় দূর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমুলক সভা
বৃহস্পতিবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৫


দশমিনায় দূর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমুলক সভা

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনায় ১৬টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাটি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ হলরুমে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ জাফর আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন চন্দ্র মজুমদার, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আলীম তালুকদার, সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট খোরশেদ আলম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এ্যাডভোকেট উত্যতম কুমার কর্মকার, সাধারণ সম্পাদক দেবাশীষ মজুমদার রতন এবং ১৬টি পূজা মন্ডপের প্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসান বলেন, উপজেলার পূজা মন্ডপগুলোতে সনাতনীরা নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারে, এজন্য সরকারী বরাদ্দ ও প্রশাসনের পর্যাপ্ত লোকবল রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী প্রতিটি মন্ডপে নজরদারি করবেন।

বাংলাদেশ সময়: ১৬:৪০:১৩ ● ৮৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ