মির্জাগঞ্জে বিদ্যালয়ের শিক্ষকসহ ১৩ শিক্ষার্থী অসুস্থ

হোম পেজ » পটুয়াখালী » মির্জাগঞ্জে বিদ্যালয়ের শিক্ষকসহ ১৩ শিক্ষার্থী অসুস্থ
মঙ্গলবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৫


মির্জাগঞ্জে বিদ্যালয়ের শিক্ষকসহ ১৩ শিক্ষার্থী অসুস্থ

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

পটুয়াখালীর মির্জাগঞ্জে এক বিদ্যালয়ের সহকারী শিক্ষকসহ ১৩ জন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঝাটিবুনিয়া ম.ই মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের পরীক্ষাকালীন অষ্টম শ্রেণির এক ছাত্রী প্রথমে অসুস্থ হয়ে পড়ে। পরে একে একে আরও শিক্ষার্থী এবং একজন সহকারী শিক্ষক অসুস্থ হন। দ্রুত ১৩ শিক্ষার্থীকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে।

ভর্তি হওয়া শিক্ষার্থীরা বিভিন্ন শ্রেণির। তাদের মধ্যে রয়েছেন জান্নাতী, ফরজানা, তানাহা, তাসনিয়া, সিনহা, রাবেয়া, সিনথিয়া, মরিউম, রোবায়া, আয়শা ও তাসফিয়া।

প্রত্যক্ষদর্শী সহকারী শিক্ষক মো. ফিরোজ বলেন, দুপুরের পর থেকে কয়েকজন শিক্ষার্থী শ্বাসকষ্ট ও মাথা ঘোরা শুরু করে। কিছু শিক্ষার্থী অজ্ঞান হয়ে যায়। এতে বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসব ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ-আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সামসুল ইসলাম জানান, শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। সবাই এখন শঙ্কামুক্ত। কেউ কেউ বাসায় চলে গেছেন। প্রাথমিকভাবে এটিকে ‘গণমনস্তাত্ত্বিক রোগ’ বা ‘ম্যাস হিস্টিরিয়া’ হিসেবে মনে করা হচ্ছে। আতঙ্কের কিছু নেই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুস সত্তার বলেন, ঘটনার সময় বিদ্যালয়ের বাইরে ছিলাম। খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে যাই। শিক্ষার্থীরা সুস্থ আছে।

মির্জাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থল ও হাসপাতালে গিয়েছেন। চিকিৎসকদের মতে, এ নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।

বাংলাদেশ সময়: ২০:০১:৩৬ ● ২৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ