নেত্রকোণায় রাতের আঁধারে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর

হোম পেজ » ময়মনসিংহ » নেত্রকোণায় রাতের আঁধারে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর
মঙ্গলবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৫


রাতের আঁধারে নেত্রকোণা সদর উপজেলায় একটি মন্দিরের দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর করা হয়েছে।

সাগরকন্যা প্রতিবেদক, নেত্রকোণা

নেত্রকোণা সদর উপজেলার বাংলা ইউনিয়নের কান্দুলিয়ায় একটি অস্থায়ী পূজা মণ্ডপে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

কান্দুলিয়া পূজা উদযাপন কমিটির সভাপতি মিঠুন রায় জানান, রাত আড়াইটা পর্যন্ত মণ্ডপে লোকজন অবস্থান করেছিলেন। ভোরে মণ্ডপে গিয়ে দেখা যায় কার্তিকের একটি হাত ও অসুরের মাথা ভাঙা হয়েছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। প্রতিমা শিল্পী এনে ক্ষতিগ্রস্ত প্রতিমা সংস্কার করা হয়েছে। তবে ঘটনাটি নিয়ে পূজা উদযাপন কমিটি ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ কারণে আজ থেকে রাতজুড়ে পাহারার ব্যবস্থা করা হয়েছে।

খবর পেয়ে নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ মণ্ডপ পরিদর্শন করেন। তিনি বলেন, আয়োজকদের সঙ্গে কথা হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভাঙচুরে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।

জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক লিটন পণ্ডিত বলেন, পূজার প্রস্তুতি শুরুর পরপরই প্রতিমা ভাঙচুরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমরা চাই, নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হোক। এ জন্য প্রশাসনের সহযোগিতা জরুরি।

বাংলাদেশ সময়: ২১:০৫:৫৭ ● ৮০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ