কুয়াকাটায় আড়াই কেজির ইলিশ বিক্রি প্রায় ৯ হাজারে!

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় আড়াই কেজির ইলিশ বিক্রি প্রায় ৯ হাজারে!
বৃহস্পতিবার ● ১১ সেপ্টেম্বর ২০২৫


কুয়াকাটায় আড়াই কেজির ইলিশ বিক্রি প্রায় ৯ হাজারে!

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

কুয়াকাটায় আড়াই কেজি ওজনের একটি ইলিশ বৃহস্পতিবার ৮ হাজার ৭৫০ টাকায় নিলামে বিক্রি হয়েছে। মাছটি ডাকের মাধ্যমে প্রতিকেজি ৩ হাজার ৫৫০ টাকা দরে ১ লাখ ৪২ হাজার টাকায় মণ হিসেবে মূল্য নির্ধারণ করা হয়।

মাছটি সোমবার (৮ সেপ্টেম্বর) বঙ্গোপসাগরে ধরা পড়ে। কুয়াকাটা ফ্রেশ ফিসের স্বত্বাধিকারী পিএম মূসা নিলামের মাধ্যমে মাছটি ক্রয় করে গাজীপুরের এক আমেরিকান প্রবাসীর ভাইয়ের বাসায় পাঠানোর জন্য নেন।

জেলে মাসুম বিল্লাহ জানান, বঙ্গোপসাগরে জাল তুলতেই মাছটি ধরা পড়ে। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ ধরা পড়া জেলেদের জন্য সুখবর। গভীর সমুদ্র ও উপকূলীয় এলাকায় জেলেরা এখন বড় ইলিশ পাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৭:০০:২৯ ● ৯৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ