কুয়াকাটায় ব্যবসায়ীকে আটক রেখে মুক্তিপণ দাবি, আটক ২

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় ব্যবসায়ীকে আটক রেখে মুক্তিপণ দাবি, আটক ২
শনিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৫


কুয়াকাটায় ব্যবসায়ীকে আটক রেখে মুক্তিপণ দাবি, পুলিশে আটক ২

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটায় মুদি ব্যবসায়ী মন্নান শেখকে (৭৫) হোটেলে আটকে রেখে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। পুলিশ অভিযুক্ত দুই যুবককে আটক করেছে।

শুক্রবার দুপুর ২টা থেকে বিকেল ৬টার মধ্যে হীড বাংলা সড়কের একটি নামহীন আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর ছেলেকে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়। খবর পেয়ে পুলিশ রাতে অভিযান চালিয়ে ব্যবসায়ীকে উদ্ধার করে।

অভিযুক্তরা হলেন—মম্বিপাড়া এলাকার হাসান (২২) ও মিশ্রীপাড়া এলাকার মেহেদী হাসান (২৮)। আরেক সহযোগী কুয়াকাটার মেশকাত (১৮) পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

পরিবার জানায়, ব্যবসায়ীকে আটকে রেখে প্রথমে ভিডিও ধারণ করা হয়। পরে ছেলেকে ফোন দিয়ে মুক্তিপণ দাবি করা হয়। এসময় তার কাছে থাকা ৪২ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।

অভিযুক্ত মেহেদী হাসান জানান, ব্যবসায়ীর কাছে ধার চেয়ে টাকা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে এ পরিকল্পনা করেন।

ভুক্তভোগী মন্নান শেখ বলেন, পরিকল্পিতভাবে আমাকে হোটেলে ডেকে এনে মেয়েসহ আটকে ভিডিও করে। পরে মুক্তিপণ দাবি করে ও টাকাও ছিনিয়ে নেয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান জানান, ঘটনায় পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলা হয়েছে। আটক দুজনকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১৪:৩৬ ● ৯০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ