গৌরনদী থানায় এএসআইর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

হোম পেজ » বরিশাল » গৌরনদী থানায় এএসআইর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ
শনিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৫


গৌরনদী থানায় এএসআইর বিরুদ্ধে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী মডেল থানার এক এএসআইর বিরুদ্ধে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। অভিযোগকারীর দাবি, টাকা না দিলে থানার ডিউটি অফিসারের রুমে প্রবেশ করতে দেওয়া হয়নি।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ব্যক্তিগত বিষয়ে থানায় গেলে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী মো. সিপন বয়াতী। তিনি জানান, ডিউটি অফিসারের রুমে যাওয়ার আগেই এএসআই শিমুল তাকে থানা থেকে বের হতে বলেন। থানায় সেবা পেতে হলে ওই এএসআইকে ৫০ হাজার টাকা দিতে হবে বলেও দাবি করেন তিনি।

ভুক্তভোগীর চাচাতো ভাই কালু বয়াতী জানান, প্রায় সাত-আট মাস আগে জমি সংক্রান্ত বিরোধে থানায় অভিযোগ করা হয়েছিল। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হলেও তখন টাকা নিতে না পারায় এএসআই শিমুল ক্ষিপ্ত ছিলেন।

সিপন বয়াতী আরও অভিযোগ করেন, শুক্রবার রাতে তার এক আত্মীয় জামিনে থাকা সত্ত্বেও পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নেয়। জামিনের কাগজপত্র দেখাতে গেলে এএসআই শিমুল তাকে থানা প্রবেশ করতে দেননি।

তবে অভিযুক্ত এএসআই শিমুল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি কারও কাছে টাকা চাইনি। অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, আমার কাছে কেউ এই অভিযোগ জানায়নি। আপনারা ভুক্তভোগীকে আমার কাছে পাঠান। আমি বিষয়টি খতিয়ে দেখব।

বাংলাদেশ সময়: ১৬:০১:০২ ● ২৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ