পটুয়াখালীতে রেজাউল বয়াতি হত্যা মামলার রহস্য উদঘাটন

হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালীতে রেজাউল বয়াতি হত্যা মামলার রহস্য উদঘাটন
শনিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৫


টুয়াখালীতে রেজাউল বয়াতি হত্যা মামলার রহস্য উদঘাটন

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

পটুয়াখালীর চাঞ্চল্যকর রেজাউল বয়াতি হত্যা মামলার মূল রহস্য উদঘাটন করেছে সদর থানা পুলিশ। ঘটনায় ফয়জুল গাজী নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

পটুয়াখালী সদর থানার ওসি মোহাম্মদ ইমতিয়াজ জানান, গত ৩ সেপ্টেম্বর চর জৈনকাঠী মুন্সি বাড়ির দক্ষিণ পাশে লোহালিয়া নদীতে রেজাউল বয়াতির লাশ ভাসতে দেখা যায়। পরদিন নিহতের স্বজনরা হত্যা মামলা করেন (মামলা নং-০৫, তারিখ ০৪-০৯-২০২৫)।

তিনি জানান, মামলা গ্রহণের পর পুলিশের চৌকস দল তদন্তে নামে। তথ্য-প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন হিসেবে ভূরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফয়জুল গাজীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করে।

পুলিশ জানায়, ফয়জুল শ্বাসরোধ করে রেজাউলকে হত্যা করে। লাশ গুমের উদ্দেশ্যে পেটে ছুরি মেরে নদীতে ভাসিয়ে দেয়।

আসামির দেখানো মতে শৌলা এলাকার সিকদারবাড়ি জামে মসজিদ থেকে রক্তমাখা ছুরি এবং পানির ভেতর থেকে চুরি হওয়া অটোরিকশার একটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, অন্য কেউ জড়িত থাকলে তাকেও গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ওসি ইমতিয়াজ।

বাংলাদেশ সময়: ১৬:২৭:২২ ● ৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ