সাগরকন্যা পেজে ভিডিও প্রকাশের পর কুয়াকাটার গঙ্গামতি সৈকতে বালু উত্তোলনে জেল-জরিমানা

হোম পেজ » কুয়াকাটা » সাগরকন্যা পেজে ভিডিও প্রকাশের পর কুয়াকাটার গঙ্গামতি সৈকতে বালু উত্তোলনে জেল-জরিমানা
বৃহস্পতিবার ● ২৮ আগস্ট ২০২৫


কুয়াকাটার গঙ্গামতি সৈকতে বালু উত্তোলনে জেল-জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

কুয়াকাটার গঙ্গামতি সৈকত এলাকায় ট্রলি ভর্তি বালু অবৈধভাবে পরিবহনের অভিযোগে মোঃ হাসনাত (১৯) নামে একজনকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করে। অনাদায়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এর আগে অবৈধভাবে বালু পরিবহনের একটি ভিডিও সাগরকন্যা পেজে প্রকাশের পর উপজেলা প্রশাসনের নজরে আসে। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইয়াসীন সাদেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, দণ্ডপ্রাপ্ত মোঃ হাসনাত কলাপাড়া উপজেলার গঙ্গামতি এলাকার বাসিন্দা। তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫ ধারার ভিত্তিতে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি স্বীকার করে সাগরকন্যাকে জানান, অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে কেউ জড়িত থাকলে ভবিষ্যতেও অভিযান অব্যাহত রাখা হবে।

বাংলাদেশ সময়: ২০:১৫:৩৫ ● ২৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ