
সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)
পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়মের অভিযোগে দুদক অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পিরোজপুর জেলা দুদকের একটি দল স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে।
অভিযানে হাসপাতালের ভিতরে ও বাইরে দালালদের দৌরাত্ম্য, বাইরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের অনিয়ম, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও মানসম্মত খাবার পরিবেশন না হওয়া, ডাক্তার ও অন্যান্য কর্মচারীদের দেরিতে কর্মস্থলে আগমন, স্টক রেজিস্টার অব্যবস্থা ও রোগীদের বেডে খোঁজখবর নেওয়ার বিষয়গুলো খতিয়ে দেখা হয়। হাসপাতালের টেস্ট মেশিন ও ওষুধ বিতরণের পরিস্থিতিও পরীক্ষা করা হয়। চরম ডাক্তার সংকটের বিষয়টিও নজরে আসে।
দুদকের টিম সাত দিনের সময় বেধে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।
দুদক টিম লিডার পার্থ চন্দ্র পাল বলেন, নাজিরপুরের সাংবাদিকদের রিপোর্টের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। স্থানীয় মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। হাসপাতালের খাবারের মান অত্যন্ত নিম্নমানের। একজন চিকিৎসক দিয়ে রোগীদের সেবা দেওয়া হচ্ছে।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান জানান, হাসপাতালের ৩১ জন চিকিৎসকের মধ্যে বর্তমানে মাত্র একজন চিকিৎসক কর্মরত। মেডিক্যাল অফিসার, কনসালটেন্ট, গাইনি ও শিশু বিশেষজ্ঞ নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি একাধিকবার জানানো হয়েছে। ডাক্তার সংকট নিরসন না হলে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা দেয়া সম্ভব হচ্ছে না।