গৌরনদীতে মেয়াদোত্তীর্ণ ওষুধে তিন ব্যবসায়ীকে জরিমানা

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে মেয়াদোত্তীর্ণ ওষুধে তিন ব্যবসায়ীকে জরিমানা
বৃহস্পতিবার ● ২৮ আগস্ট ২০২৫


গৌরনদীতে মেয়াদোত্তীর্ণ ওষুধে তিন ব্যবসায়ীকে জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে গৌরনদীতে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা হাসপাতালের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি।

আদালত সূত্রে জানা যায়, আশোকাঠী মেডিক্যাল হলকে তিন হাজার, নয়ন মেডিক্যাল হলকে ১৫ হাজার এবং কাউসার ড্রাগ হাউসকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:৩৪ ● ২৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ