পটুয়াখালীতে কিশোরী হত্যায় বাবা-মা ও ভগ্নিপতি গ্রেফতার

হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালীতে কিশোরী হত্যায় বাবা-মা ও ভগ্নিপতি গ্রেফতার
বৃহস্পতিবার ● ২৮ আগস্ট ২০২৫


গ্রেফতার হওয়া ভগ্নিপতি ও মা

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

পটুয়াখালীর বাউফলে প্রেমের সম্পর্কের জেরে উর্মী ইসলাম (১৪) নামের এক কিশোরীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে তার বাবা, মা ও ভগ্নিপতিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) রাত সোয়া আটটার দিকে জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) আরিফ মুহাম্মদ শাকুর এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতে নিহতের বাবা নজরুল ইসলাম, মা আমেনা বেগম ও ভগ্নিপতি কামাল হোসেনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেন। বুধবার আদালতে তিনজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পুলিশ জানায়, উর্মীর সঙ্গে স্থানীয় এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে গত বুধবার (২০ আগস্ট) রাত দেড়টার দিকে পরিবারের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে পরিবারের সদস্যরা উর্মীর গলাটিপে হত্যা করে। পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে খালে ফেলে দেওয়া হয়।

শনিবার (২৩ আগস্ট) সকালে কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালী খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর উর্মীর বাবা নজরুল ইসলাম অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় মামলা দায়ের করেন। তবে তদন্তে পরিবারের সম্পৃক্ততা বেরিয়ে আসে।

বাউফল থানার তদন্ত কর্মকর্তা মো. আতিকুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের শুরু থেকেই বিষয়টি সন্দেহজনক মনে হয়েছিল। তদন্তের মাধ্যমে আমরা প্রমাণ পাই যে কিশোরীর মা, বাবা ও ভগ্নিপতি এ ঘটনায় জড়িত। জিজ্ঞাসাবাদে তারাও হত্যার কথা স্বীকার করেন।

বাংলাদেশ সময়: ৫:৪৮:১২ ● ১৯৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ