চরফ্যাশনে জিংক ধান বীজ সংরক্ষণে কৃষকদের প্রশিক্ষণ

হোম পেজ » ভোলা » চরফ্যাশনে জিংক ধান বীজ সংরক্ষণে কৃষকদের প্রশিক্ষণ
বৃহস্পতিবার ● ২৮ আগস্ট ২০২৫


চরফ্যাশনে জিংক ধান বীজ সংরক্ষণে কৃষকদের প্রশিক্ষণ

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

ভোলার চরফ্যাশনে জিংক সমৃদ্ধ ধান বীজ সংরক্ষণ ও বিপণন বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার চরমাদ্রাজ ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামে এ কর্মশালা আয়োজন করা হয়।

কর্মশালায় হারমেটিক সাইলো ব্যবহার করে বীজ সংরক্ষণের আধুনিক কৌশল হাতে-কলমে শেখানো হয়। এতে বলা হয়, বায়ুরোধী সাইলোর মাধ্যমে প্রায় ২২০ কেজি ধান বীজ পোকামাকড় ও আর্দ্রতা থেকে সুরক্ষিত রাখা সম্ভব। এতে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা অটুট থাকে এবং পরবর্তী মৌসুমে ভালো ফলন পাওয়া যায়।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাজমুল হুদা। প্রধান অতিথি ছিলেন ডিএই ভোলার উপপরিচালক কৃষিবিদ মো. খায়রুল ইসলাম মল্লিক। তিনি জিংক সমৃদ্ধ ধানের জাত ব্রি ধান-৭২, ৭৪ ও ১০২ চাষে কৃষকদের উৎসাহিত করেন।

বিশেষ অতিথি জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামীম আহমেদ কারিগরি দিক তুলে ধরেন। কৃষকরা জানান, এ প্রশিক্ষণ তাদের নতুন প্রযুক্তি জানতে ও স্বাবলম্বী হতে সহায়তা করবে।

গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন)-এর অর্থায়নে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। গেইন-এর পক্ষ থেকে ভোলা জেলায় ৩০টি হারমেটিক সাইলো বিনামূল্যে বিতরণ করা হয়, এর মধ্যে চরফ্যাশনে ১০টি দেওয়া হয়।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অফিসার আবু তাহের, এসএপিপিও সানাউল্লাহ আজম, এসএএও বিকাশ চন্দ্রসহ দুই শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০:৪৯:০৪ ● ২০৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ