আতঙ্কের নাম ইউএনও তরিকুল ছাতকে বালু-পাথর ও মাদকে জিরো টলারেন্স

হোম পেজ » সর্বশেষ » আতঙ্কের নাম ইউএনও তরিকুল ছাতকে বালু-পাথর ও মাদকে জিরো টলারেন্স
বৃহস্পতিবার ● ২৮ আগস্ট ২০২৫


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম।

সাগরকন্যা প্রতিবেদক, ছাতক (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের ছাতকে অবৈধ বালু-পাথর উত্তোলন ও মাদক দমনে কঠোর অবস্থান নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি ঘোষণা দিয়েছেন জিরো টলারেন্স নীতি।

২০২৪ সালের ১১ নভেম্বর ছাতকে যোগ দেন ইউএনও তরিকুল ইসলাম। এরপর থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে একের পর এক অভিযান চালাচ্ছেন তিনি। ফলে দীর্ঘদিন ধরে চালু থাকা অবৈধ বালু ও পাথর উত্তোলনের শক্তিশালী চক্র ভেঙে পড়তে শুরু করেছে।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জানুয়ারি ২০২৫ থেকে আগস্ট পর্যন্ত ২৩২টি মামলা করা হয়েছে। এর মধ্যে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর অধীনে ১৫ মামলায় ৪ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় এবং ৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় কয়েক কোটি টাকার ড্রেজার, বাল্কহেড ও স্টিলবডি নৌকা জব্দ করে রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্ত করা হয়।

মাদক নিয়ন্ত্রণেও কঠোর পদক্ষেপ নেন ইউএনও। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে ৬৪ মামলায় ৬৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। ফলে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, এক সময় ছাতকের নদীপাড় ও চেলা-পিয়াইন নদীতে অবৈধ বালু-পাথর উত্তোলন ছিল প্রকাশ্য গোপন রহস্য। প্রতিদিন ড্রেজার, বাল্কহেড ও নৌকার যন্ত্রণায় অতিষ্ঠ ছিল মানুষ। প্রতিবাদ করতে সাহস করতেন না কেউ। কিন্তু ইউএনও’র কঠোর পদক্ষেপে এখন পরিস্থিতি বদলেছে। অনিয়মকারীরা নদীতে অবাধে প্রবেশ করতে পারছে না। জনসাধারণ নিজেদের নিরাপদ মনে করছেন।

শুধু পরিবেশ ও মাদক নয়, বাজার মনিটরিংসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ীও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছেন তিনি। এসব কার্যক্রমে সাধারণ মানুষের আস্থা বেড়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, অনুমোদিত ড্রেজার থাকলেও ইজারাকৃত স্থানের বাইরে বালু কর্তন বা পাহাড় কেটে পরিবেশ ধ্বংস করা যাবে না। পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত চলবে।

বাংলাদেশ সময়: ১২:৫৫:১০ ● ২৫০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ